December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 12th, 2024, 8:41 pm

গোলাপগঞ্জ উপজেলায় ব্র্যাকের অবহিতকরণ সভা

এস এ শফি, সিলেট:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সর্ববৃহৎ এনজিও ব্র্যাকের উদ্যোগে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ ইন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্প’র অবহিতকরণ সভা গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল। ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক এস কে আফজাল হোসেন এর সভাপতিত্বে ও এলাকা ব্যবস্থাপক আমেনা খাতুনের পরিচালনায় অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার মো: নুরুল হক, মহিলা বিষয়ক অফিসার দিপালী রাণী তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো: ছদরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার, মো: আলমগীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শান্তা রায়।
সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্প সম্পর্কে আলোচনা করেন জেলা ব্যবস্থাপক মো: গোলাম রসুল শিমুল। সভায় সার্বিক সহোযোগিতায় ছিলেন জেলা ব্যবস্থাপক মো: আসলাম হাকিম আরিফ, প্রোগ্রাম অর্গানাইজার তাজিয়া খাতুন, এ্যাসোসিয়েট অফিসার মোঃ কামরুল ইসলাম অনয়। অবহিতকরণ সভায় ডাক্তার, সাংবাদিক, ব্যবসায়ী, কর্মজীবী, এজিও সংস্থা কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণদের ভূমিকা অপরিসীম। তাদের দক্ষ মানব সম্পদে পরিণত করা হলে দেশ ও জাতি উপকৃত হবে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক কাজ করছে যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, তরুণ তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠিত করে সফল হওয়ার পথ দেখাচ্ছে ব্র্যাক। তিনি দেশের উন্নয়নের স্বার্থে তরুণ উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত করতে ব্র্যাকের মত অন্যান্য এনজিও সংস্থাগুলোকে কাজ করার আহবান জানান।