July 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 12th, 2025, 12:03 pm

গোসাইরহাটে যুবলীগের নেতা গ্রেফতার

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার যুবলীগের সাবেক সভাপতি জেলা পরিষদের সাবেক সদস্য জাকির হোসেন দুলালকে আটক করেছে পালং মডেল থানার পুলিশ। মঙ্গলবার পালং মডেল থানার পুলিশের সহযোগিতায় ১০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকার সময় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোসাইরহাট থানার ওসি মোঃ মাকসুদ আলম বলেন গত ৯ এপ্রিল গোসাইরহাট থানার কোদালপুর গ্রামে একটি বিস্ফোরক মামলায় তাকে আদালতে পাঠানো হয়। আটককৃত জাকির হোসেন দুলাল গোসাইরহাট উপজেলার সাবেক যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এবং বর্তমান জেলা আওয়ামীলীগের সদস্য।