January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 7th, 2023, 6:43 pm

গোসাইরহাট পট্টি নদী বন্দর শুভ উদ্ভোধন

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা এবং পৌরসভা সংলগ্ন জয়ন্তী নদীর অববাহিকায় ‘গোসাইরহাট-পট্টি নদীবন্দর’ চালু করা হয়েছে। বিআইডব্লিউটিএ‘র অধীন স্থাপিত এই বন্দরের মঙ্গলবার (৭ নভেম্বর) উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এসময় তিনি বলেন, ‘শরীয়তপুরসহ আশপাশের অঞ্চলের অর্থনীতির জন্য গোসাইরহাট-পট্টি নদীবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

নবঘোষিত গোসাইরহাট-পট্টি নদী বন্দরের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতি যেহেতু ব্যাপক এগিয়ে যাচ্ছে সেখানে গোসাইরহাট ও শরীয়তপুরের এই অঞ্চল পিছিয়ে থাকবে না। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পায়রা, মোংলা, চট্টগ্রাম ও মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর-সব কিছুর সঙ্গে এই নৌপথ যুক্ত থাকবে‌।’

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শরীয়তপুরসহ বাংলাদেশকে তার আঁচল দিয়ে ডেকে রেখেছেন। দেশের মানুষ যেন সব ধরনের সুবিধা পায় সেই ভাবে ই তিনি কাজ করছেন। ১০ হাজার কিলোমিটার নদী বন্দরের মধ্যে এটি একটি বন্দর হবে। আমরা নদী রক্ষায় ড্রেজিং এর কাজ করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সমন্বয় (এসডিজি) মো: আখতার হোসেন, শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষ( সিনিয়র সচিব ) নির্বাহী সচিব শেখ ইউসুফ হারুন, জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা উপজেলা আওয়ামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।