রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আগুনে পুড়ে এক বৃদ্ধা ও শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টার দিকে দৌলতদিয়া আনছের বেপারীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-একই এলাকার মৃত রহমান আলী মোল্লার স্ত্রী বড় বিবি (৯০) ও রমজান মোল্লার মেয়ে তাছমিয়া আক্তার (৯)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, রাত ৯টার দিকে বড় বিবি ও তাছমিয়া ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় বেপারীপাড়া গ্রামে তাদের টিনশেড বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশনের লিডার মো. সাবেকুল ইসলাম জানান, খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ি থেকে দুটি পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেছে।
—ইউএনবি
আরও পড়ুন
কুলাউড়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও স্মার্টফোনে আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা