Friday, February 25th, 2022, 8:29 pm

গ্রামবাসীর হাতে একই পরিবারের ৫ সদস্য খুন!

ফাইল ছবি

গ্রামবাসীর সঙ্গে কলহের জের ধরে বান্দরবানে পিতাপুত্রসহ একই পরিবারের পাঁচ জন খুন হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গ‍্যালেঙ্গা ইউপির আবু পাড়ায় একটি সালিশী বৈঠক চলাকালে উত্তেজিত হয়ে গ্রামবাসীর এলোপাথাড়ি দায়ের কোপে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- লং ইউ ম্রো (৭০) এবং তার চার ছেলে- রংথোই ম্রো(৩৫), রংই ম্রো (৩০), মেন ওয়াই ম্রো (২৫) ও রিং রাউ ম্রো (২০)।

গ‍্যালেঙ্গা ইউপি চেয়ারম্যান মেন রক ম্রো জানান, জমি সক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সঙ্গে ওই পরিবারটির দ্বন্দ্ব চলে আসছিল। এই বিষয়ে সালিশী বৈঠক হলে বৈঠকের একপর্যায়ে উত্তেজিত হয়ে ওই পরিবারের পাঁচজনকে গ্রামবাসীরা খুন করে।

বান্দরবানের এসপি জেরিন আখতার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য বান্দরবান শহর থেকে ঘটনাস্থলের দুরত্ব ৬০ কিলোমিটার।

—ইউএনবি