সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে বৃহৎ পরিসরে সঠিকভাবে কাজ করতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) অধিদপ্তরে রূপান্তর করা হবে।
আজ সোমবার ঢাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত দুই দিনব্যাপী উপপরিচালক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশের গ্রামীণ-প্রান্তিক জনগোষ্ঠীসহ আপামর জনসাধারণের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি। গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে বিআরডিবির ভূমিকা অন্যতম পরিলক্ষিত হয়; এ ক্ষেত্রে বিআরডিবিকে শক্তিশালী করতে অধিদপ্তরে পরিণত করার যথাযথ দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টা বলেন, ‘বিআরডিবির দাপ্তরিক কার্যক্রমে আরো অধিক গতিশীলতা আনয়ন করতে হবে।’ শূন্য পদগুলো পূরণ এবং পদোন্নতিযোগ্য পদগুলোতে দ্রুত পদোন্নতি প্রদান করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন তিনি।
চলমান প্রকল্পগুলোর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং প্রস্তাবিত চারটি প্রকল্প অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপদেষ্টা।
গ্রামীণ মানুষকে ঋণ সহায়তা প্রদান ও অধিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিআরডিবির সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
প্রধান উপদেষ্টার ‘থ্রি-জিরো তত্ত্ব’ বাস্তবায়নে এবং গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে সকল কর্মকর্তা-কর্মচারীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
‘বিআরডিবির অঙ্গীকার, উন্নত আত্ননির্ভরশীল পল্লী গড়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিআরডিবির মহাপরিচালক আ. গাফফার খানের সভাপতিত্বে বিআরডিবির পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করেন যুগ্ম পরিচালক ফারুক আহমেদ জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মোখলেছুর রহমান। সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
১৫ জানুয়ারির মধ্যে ৫ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে
শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল