লাইন ডেস্ক :
এবারের ঈদে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রথম স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এই সিরিজে প্রধান চরিত্র অ্যালেন স্বপনের ছেলের নাম জাদু। এই জাদু চরিত্রটি আকৃষ্ট করেছে দর্শকদের। স্ক্রিন টাইম কম হলেও এতেই দর্শকদের মুগ্ধ করেছে জাদু চরিত্রটি। আর এই চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল সেন্টু। শৈশবে প্রথম যেদিন মঞ্চে উঠেছিলেন, সেদিন অভিনয় সম্পর্কে কিছুই জানতেন না সেন্টু।
এরপর বিভিন্ন থিয়েটারে কাজ শুরু করেন। যখন অভিনয়ে ক্যারিয়ার গড়ার চিন্তা করেন, তখন গ্রামের কেউ কেউ মাকে তার সম্পর্কে বলতেন, ‘কালো’, ‘খাটো’, ‘ও মিডিয়ায় কিছু করতে পারবে না’, এমন নানা কথা। মানুষের অবহেলা পেলেও কিশোরগঞ্জের সেই ছেলে পাশে পেয়েছিলেন তার পরিবারকে। সেন্টু এখন অভিনয় দিয়ে তাকে উপহাস, অবহেলা করা সেই মানুষদের ধারণা ভুল প্রমাণ করে যাচ্ছেন। ‘বাংকার বয়’, ‘কারাগার’, ‘শুক্লপক্ষ’-এ প্রশংসিত হওয়ার পর এবার ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। আবার তিনি প্রমাণ করেছেন, অভিনয়ে এসে ভুল করেননি। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে সেন্টু জানিয়েছেন, মানুষের এই অবহেলাই তাকে সাহস ও প্রেরণা জুগিয়েছে।
২০১৮ সালে মাসুদ আহমেদের শর্ট ফিল্ম দিয়ে পর্দায় অভিনয় শুরু। পরে খন্দকার সুমনের ‘সাঁতাও’ সিনেমায় কাজ করেন সেন্টু। তিনি বলেছিলেন, ‘মাত্র অভিনয়ে পা রেখেছি, তাতেই যারা অবহেলা করতেন, তারা তাদের ভুল স্বীকার করেছেন।’ কিছু লোক এখনো অবহেলা করেন। তাই তো সবার মুখ বন্ধ করতে পুরোদস্তুর অভিনেতা হয়ে উঠতে চান সেন্টু। চাকরি পেয়েছিলেন, কিন্তু অভিনয় ছেড়ে থাকতে পারেননি। অভিনয় তার কাছে একটা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমেই আগামী দিনগুলোতে এগোতে চান মাইশেলফ অ্যালেন স্বপনের ছেলে জাদু।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত