জয়পুরহাট প্রতিনিধি :
গ্রাম আদালত কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকর ও জনবান্ধব করতে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো বার্ষিক অগ্রগতি ও করণীয় বিষয়ক পর্যালোচনা সভা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাঃ সবুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মিজানুর রহমান এবং গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজিউর রহমান রাজু ।
এছাড়া গ্রাম আদালতের সঙ্গে যুক্ত ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।
সভায় আলোচকরা বলেন, গ্রাম আদালত আইন ২০০৬ এবং সংশোধিত আইন ২০২৪ এর আলোকে ইউনিয়ন পরিষদগুলোকে জনগণের সহজপ্রাপ্য ন্যায়বিচার প্রতিষ্ঠার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সচেতনতামূলক প্রচারণা, প্রশিক্ষণ এবং চলমান কর্মসূচির সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে গ্রাম আদালত কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে জয়পুরহাট সদর, ক্ষেতলাল ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এস এম শফিকুল ইসলাম
জয়পুরহাট।
আরও পড়ুন
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন
সাভারে ডিবির অভিযানে ৩ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নীতিনির্ধারণে তরুণ মতামত: খুলনায় জলবায়ু ও প্রজনন স্বাস্থ্য সংলাপ