January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 17th, 2022, 8:08 pm

গ্রিসে কার্গো বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক :

গভীর রাতে উত্তর গ্রিসের কাভালা শহরের কাছে গত শনিবার আটজন যাত্রী নিয়ে ইউক্রেনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়। খবর রয়টার্স। ইউক্রেনভিত্তিক কোম্পানি পরিচালিত আন্তনভ-১২ বিমানটি গত শনিবার সার্বিয়া থেকে জর্ডানে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর হতাহতের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানিয়েছে, এটি ১২ টন ওজনের মালামাল বহন করছিল। একে বিপর্যয় বলে বর্ণনা করা হয়েছে। সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, ইঞ্জিনের ত্রুটি দেখা দেওয়ায় পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন, কিন্তু রানওয়েতে আর পৌঁছানো সম্ভব হয়নি। তার আগেই বিধ্বস্ত হয় বিমানটি এবং তাতে আগুন ধরে যায়। কয়েকটি ফুটেজে দেখা গেছে, অবতরণের আগেই বিমানটিতে আগুন ধরে গিয়েছিল এবং মাটিতে আছড়ে পড়ার পর তাতে বিকট বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সাতটি ফায়ার সার্ভিস ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিন্তু ক্রমাগত বিস্ফোরণের কারণে তারা বিমান বিধ্বস্তের জায়গায় যেতে পারেনি। রয়টার্স বলছে, বিধ্বস্ত কার্গো বিমানটিতে কী পণ্য ছিল তা স্পষ্ট নয়, তবে বিশেষ বিপর্যয় প্রতিক্রিয়া ইউনিট ঘটনাস্থলে তদন্ত করছে। ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা বিমানে থাকা পণ্যগুলোকে বিপজ্জনক উপাদান হিসেবে মনে করছি।’ এ ঘটনায় এখন পর্যন্ত ইউক্রেন, সার্বিয়া বা জর্ডানের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।