এপি, গ্রিস :
গ্রিসের উত্তরাঞ্চলে বুধবার একটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৯ জন নিহত ও অন্তত ৮৫ জন আহত হয়েছেন। বিষয়টি দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
এথেন্স থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরে টেম্পের কাছে সংঘর্ষের পর বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং কমপক্ষে তিনটিতে আগুন ধরে যায়। নিকটবর্তী শহর লারিসার হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের মুখপাত্র ভাসিলিস ভার্থাকোইয়ানিস বলেন, ‘উচ্ছেদ প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের তীব্রতার কারণে খুব কঠিন পরিস্থিতিতে তা পরিচালিত হচ্ছে।’
দগ্ধদের চিকিৎসায় ব্যবহৃত হাসপাতালের ইউনিটগুলোকে সতর্ক করা হয়েছে এবং কয়েক ডজন অ্যাম্বুলেন্স উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে বলে জানান তিনি।
হেড ল্যাম্প পরিহিত উদ্ধারকারীরা ঘন ধোঁয়ায় আটকা পড়া লোকদের সন্ধানে রেল গাড়ি থেকে ছিন্নভিন্ন ধাতুর টুকরো টেনে নিয়ে কাজ করছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, সহায়তার জন্য সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
রেল অপারেটর হেলেনিক ট্রেন জানিয়েছে, এথেন্স থেকে থেসালোনিকিগামী উত্তরমুখী যাত্রীবাহী ট্রেনটিতে প্রায় ৩৫০ জন যাত্রী ছিল।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন