অনলাইন ডেস্ক :
শেষ হয়ে গেছে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলা। এরইমধ্যে নির্ধারিত হয়ে গেছে শেষ ষোলো বা নকআউট পর্বে কে কার বিপক্ষে খেলবে। আর তাতে বেশ কঠিন প্রতিপক্ষ পাচ্ছে পিএসজি। তাদের লড়তে হবে এই মৌসুমে সব টুর্নামেন্টে দুর্দান্ত খেলা স্প্যানিশ জয়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এদিকে, গ্রুপ পর্বের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিওনেল মেসির গোলটি। এটি মোট ২২ শতাংশ ভোট পেয়েছে। প্যারিসে অনুষ্ঠিত প্রথম লেগের ওই ম্যাচে ২-০ গোলে জিতেছিল পিএসজি। মেসির গোলটিতে এসিস্ট করেন এমবাপ্পে। তালিকায় থাকা বাকি সেরা ৯ গোলস্কোরার হলেন- লিভারপুলের থিয়াগো আলসানটারা (১৪ শতাংশ ভোট), বায়ার্নের রবার্ট লেওয়ানডোস্কি (১৩ শতাংশ), অ্যালেক্স টেলেস (১২ শতাংশ), ভিনিসিয়াস জুনিয়র (১০ শতাংশ), মার্কো অ্যাসেনসিও (১০ শতাংশ), সেভাস্তিয়েন থিল (৮ শতাংশ), মেসন গ্রিনউড (৭ শতাংশ), এডামা ট্রাওরে (৩ শতাংশ) ও লুকাস নেমেচা ভোট পেয়েছেন ১ শতাংশ।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম