অনলাইন ডেস্ক :
ফেডারেশন কাপ ফুটবলে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বসুন্ধরা কিংস। দুই লাল কার্ডের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে অস্কার ব্রুজনের দল। দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ২-১ গোলে নবাগত ফর্টিস এফসিকে হারিয়েছে। তাতে চট্টগ্রাম আবাহনী হেরেও ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। গ্রুপে বসুন্ধরার তিন ম্যাচে অর্জন ৯ পয়েন্ট। সমান ম্যাচে চট্টগ্রাম ৪, মুক্তিযোদ্ধার ৩ ও ফর্টিসের এক পয়েন্ট। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচ ঘড়ির ৪১ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। রবিনহোর কর্নারে প্রায় বাইলাইন থেকে হেড করেন ইয়াছিন আরাফাত। বক্সের ভেতরে চলতি বলেই তপু জোরালো হেডে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দিয়েছেন। ৫৪ মিনিটে মিগুয়েল পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরাকে আরও ভালো অবস্থানে নিয়ে গেছেন। ৮৫ মিনিটে আবার লাল কার্ড দেখেছেন উভয় দলের দুই খেলোয়াড়। সরাসরি মার্চিং অর্ডার পেয়ে মাঠ ছেড়েছেন বসুন্ধরার সুমন রেজা ও চট্টগ্রাম আবাহনীর মোহাম্মদ তারেক। শেষ ৫ মিনিট দুই দলই একজন কম নিয়ে খেলেছে। তাতে অবশ্য স্কোরলাইনে কোনো হেরফের হয়নি।
আরও পড়ুন
কমলগঞ্জে ফুটবল টুর্নামেন্টের খেলা ও পুরস্কার বিতরণ
নিয়মে থাকলেও বিদেশি খেলায়নি রাজশাহী, যা বলছেন প্রতিপক্ষ কোচ
বিসিবির নতুন কাঠামোতে কোন আম্পায়ারের বেতন কত?