January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 2nd, 2023, 7:38 pm

গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের নিয়ে যা বললেন অভিভাবকেরা!

ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের নির্দোষ দাবি করে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তাদের অভিভাবকেরা।

মঙ্গলবার (১ আগস্ট) বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তার শিক্ষার্থীদের অভিভাবকেরা এই দাবি জানান।

অভিভাবকেরা জানান, তাদের সন্তানরা কোনো ধরনের রাষ্ট্রবিরোধী ও রাজনীতি কর্মকাণ্ডে জড়িত নয়। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

পরিবারের পক্ষ থেকে আলী আহসান জুনায়েদ বলেন, তারা কখনোই রাজনীতিসহ এ ধরনের কোনো কাজে জড়িত ছিল না।

বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আলী আম্মার মুয়াজের বড় ভাই আলী আহসান জুনায়েদ অভিভাবকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের সন্তানদের সম্পর্কে এমন অকল্পনীয় অভিযোগ শুনে আমরা হতাশ।

তিনি বলেন, আমরা মনে করি এ ধরনের হাস্যকর ও বানোয়াট অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, আমাদের ছেলেদের নির্বিচারে আটক করা এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা করা তাদের শিক্ষাকে হুমকির মুখে ফেলেছে।

গ্রেপ্তার হওয়া ৩৪ জনের মধ্যে ৩১ জন বুয়েটের ছাত্র। সংবাদ সম্মেলনে ২৪ শিক্ষার্থীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং আটক ৩৪ শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার দাবি জানান।

—-ইউএনবি