অনলাইন ডেস্ক :
ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। লর্ডসে প্রথম টেস্টে স্বাগতিকদের কাছে হেরে গেছে কিউইরা, ম্যাচ শেষে পেয়েছে দুঃসংবাদও। চোটের কারণে এই সিরিজে আর খেলতে পারবেন না অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। লর্ডসে প্রথম টেস্টে গোড়ালিতে চোট পান গ্র্যান্ডহোম। গোড়ালির সমস্যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ দশমিক ৫ ওভার বল করেন তিনি। পরে স্ক্যানে তাঁর প্ল্যান্টার ফ্যাস্কিয়ায় চিড় ধরা পড়ে। নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, গ্র্যান্ডহোমের সুস্থ হতে ১০ থেকে ১২ সপ্তাহ লাগবে। এক বিবৃতিতে কিউই প্রধান কোচ বলেন, ‘সিরিজের শুরুতে কলিনের এই ইনজুরিতে পড়া সত্যিই দুঃখজনক। সে আমাদের টেস্ট দলের একটি বিরাট অংশ, আমরা তাকে খুব মিস করব। ’ ডি গ্র্যান্ডহোমের জায়গায় স্কোয়াডে ডাকা হয়েছে আরেক অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে। আগামী শুক্রবার ট্রেন্ট ব্রিজে শুরু হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল