অনলাইন ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল অ্যান্টি-রেসিজম চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বাংলাদেশের চাকমা রানি ইয়ান ইয়ান। বিশ্বব্যাপী এ পুরস্কার পাচ্ছেন ছয়জন। বুধবার (৯ আগষ্ট) ওয়াশিংটনে প্রথম বার্ষিক সেক্রেটারিস গ্লোবাল অ্যান্টি-রেসিজম চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ডস তুলে দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্ট এ তথ্য জানায়। স্টেট ডিপার্টমেন্ট বলছে, পুরস্কার পাওয়া এই দলটি সাহসিকতার সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠী, জাতিগত ও আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের মানবাধিকার সমুন্নত রাখতে কাজ করেছেন। পুরস্কারের জন্য নির্বাচিত আদিবাসী নেতারা বর্ণবাদ, বৈষম্য ও জেনোফোবিয়ার (ভিন্ন বর্ণ বা গোষ্ঠী নিয়ে আতঙ্ক) বিরুদ্ধে লড়াই করছেন।
এতে বলা হয়, রানি ইয়ান ইয়ান ঝুঁকি উপেক্ষা করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মানবাধিকার রক্ষা ও তার সম্প্রদায়ের দুর্দশার দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে কাজ করেছেন। রানি ইয়ান ইয়ান পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা। তিনি চাকমা সার্কেল চিফের উপদেষ্টা এবং চাকমা জনগণের প্রথাগত রানি। তিনি দীর্ঘদিন ধরেই সরকারি পৃষ্ঠপোষকতায় বৈষম্য, জমি দখল, সহিংসতা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সম্মুখীন দুর্বল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করছেন।
ইয়ান ইয়ানের কার্যক্রমের ফলে বাংলাদেশে সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত সহিংসতা সম্পর্কে জানতে পারছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইয়ান ইয়ান নিজের পুরো কর্মজীবনে জলবায়ু পরিবর্তনে জনসচেতনতা, লিঙ্গ সমতার বিষয়ে দেশি এবং আন্তর্জাতিক সংস্থাকে পরামর্শ প্রশিক্ষণ দেওয়া ও রাজনীতিতে আদিবাসী নারীদের অংশগ্রহণ নিয়ে ভূমিকা রেখেছেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, ব্যাপক বৈষম্য ও সহিংসতার সম্মুখীন হওয়া সত্ত্বেও সমঅধিকারের জন্য নির্ভীক কণ্ঠস্বর এবং স্পষ্টবাদী ব্যক্তিত্ব হিসেবে ইয়ান ইয়ানের ভূমিকাকে সম্মাননা দেওয়া হবে।
আরও পড়ুন
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি