January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 3rd, 2021, 7:04 pm

গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ২০২১ শীর্ষক পুরস্কার পেলেন সাব্বির

অনলাইন ডেস্ক :

৩২ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয়ে আসছে সংগীত বিষয়ক পুরস্কারের বড় এক আসর। যার নাম গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড। ২০২১ এর আসরে বাংলাদেশের গায়ক সাব্বির নাসির তার গানের জন্য এবার জিতেছেন গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ২০২১ শীর্ষক পুরস্কার। পুরুষ গায়ক ক্যাটাগরিতে ব্রোনজ পুরস্কার জিতেছে তার গাওয়া ‘আধা’ গান ও গানের মিউজিক ভিডিও। ‘আধা’ গানটি নিয়ে প্রথমবার মিউজিক্যাল ফিল্ম বানান পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তিনিও মিউজিক ভিডিও ক্যাটাগরিতে গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড’( ব্রোনজ ) জিতেন এবার। গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ডট কমের অফিসয়াল সাইটে গেলে বিজয়ীদের তালিকায় অনান্য দেশের জনপ্রিয় সংগীত তারকাদের পাশাপাশি শোভা পাচ্ছে গায়ক সাব্বির নাসিরের নাম। এরইমধ্যে অনলাইনে পুরস্কারের অফিসিয়াল সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি। এই পুরস্কার প্রাপ্তির খবরে গায়ক সাব্বির নাসির বলেন, আমার ইউটিউব চ্যানেলে গত ১০ মাসের মধ্যেই ৫০,০০০ সাবস্ক্রাইবার মাইলফলক অতিক্রম করেছে। এর পরদিনই জানলাম এই খবরটি। গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড আসরে ‘আধা’ যে স্বীকৃতি পেয়েছে এতে খুব ভাল লাগছে। এ স্বীকৃতি এ কাজের সঙ্গে সংশ্লিস্ট সবার। উল্লেখ্য, গায়ক সাব্বির নাসির গত ঈদে তাঁর নতুন গান ‘আধা’ প্রকাশ করেন। গানটির কথা ও সুর করেন ওমর ফারুক বিশাল। সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। মাসুদ হাজান উজ্জলের পরিচালনায় গানের মিউজিক ভিডিওতে সাব্বির নাসিরের পাশাপাশি মডেল হিসেবে কাজ করেছেন নীল হুরের জাহান।