ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজং উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৭টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন কাভার্ডভ্যানচালক ও একজন বাসচালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১টা থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার মধ্যে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী ব্রিজের ঢাল এবং লৌহজং উপজেলার মেদেনীমন্ডল এলাকায় মাওয়ামুখী লেনে এসব দুর্ঘটনা ঘটে। সবশেষ ভোরের দিকে শ্রীনগরে একটি কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
পৃথক তিনটি দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে ছনবাড়ী ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে বাসটিকে ধাক্কা দিলে বড় ধরনের সংঘর্ষ ঘটে। এতে বাসচালকসহ অন্তত ১৬ জন আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অন্যদিকে লৌহজং উপজেলার মেদেনীমন্ডল এলাকায় একটি দ্রুতগতির পণ্যবাহী কাভার্ডভ্যান ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ভেতরে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহতদের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন দুজন হলেন— ট্রাকচালক মো. রিপন মিয়া (৫৫) এবং বাসের সুপারভাইজার মো. মানিক মিয়া (৪৪)।
ফায়ার সার্ভিস জানায়, চালকদের অসতর্কতা, ঘন কুয়াশা এবং যানবাহনের অতিরিক্ত গতির কারণে এসব দুর্ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ এ ধরনের আবহাওয়ায় যানবাহন চালাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল: কেউ করছেন দোয়া, কারও চোখে পানি
৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের