December 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 26th, 2025, 2:14 pm

ঘন কুয়াশায় মেঘনায় দুই যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১৫

 

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশায় দিক ভুল করে সংঘর্ষে পড়ে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ এবং বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯।

নিহতরা সবাই এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের যাত্রী। তারা হলেন—ভোলার লালমোহন উপজেলার কাজিরাবাদ এলাকার সিরাজুল ইসলাম ব্যাপারীর ছেলে আব্দুল গণি (৩৮), একই উপজেলার কালু খাঁর ছেলে মো. সাজু (৪৫), কচুখালী গজারিয়া গ্রামের মিলনের স্ত্রী রিনা (৩৫) এবং চরফ্যাশন উপজেলার আহিমেদপুর গ্রামের আমির হোসেনের ছেলে মো. হানিফ (৬০)।

আহতদের মধ্যে একজন মিটফোর্ড হাসপাতাল এবং একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।

যাত্রীদের দেওয়া তথ্য থেকে জানা গেছে, ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ রাত ২টার পর হাইমচর নৌ এলাকা অতিক্রম করছিল। এ সময় ঘন কুয়াশার কারণে দিক নির্ণয়ে ব্যর্থ হয়ে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসতে থাকে। পরে ভোলা থেকে আসা ঢাকাগামী এমভি কর্ণফুলী-৯ লঞ্চটি ঘটনাস্থলে পৌঁছে অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ইকবাল এবং সদরঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশার কারণেই লঞ্চ দুটির সংঘর্ষ হয়েছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, দুর্ঘটনায় ৪ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সকালে বরিশাল থেকে ঝালকাঠির উদ্দেশে গেলে সেখানে লঞ্চটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠির সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) বায়জিদ ইবনে আকবর।

এদিকে দুর্ঘটনাকবলিত লঞ্চ পরিদর্শনে সদরঘাটে আসছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

এনএনবাংলা/