ঢাকায় ঘন কুয়াশার কারণে বুধবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ইউএনবিকে জানিয়েছেন, একটি আন্তর্জাতিক ফ্লাইট ভারতের হায়দরাবাদে সরিয়ে দেয়া হয়েছে এবং ঘন কুয়াশার কারণে অন্য সাতটির ফ্লাইট বিলম্বিত হয়েছে।
তবে কোনও ফ্লাইট স্থগিত করা হয়নি বলেও জানান তিনি।
জাজিরা এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, এয়ার এরাবিয়া এয়ারলাইন্স, ফ্লাই দুবাই এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, ওমান এয়ার এবং ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটগুলো ঘন কুয়াশার কারণে বিলম্বিত হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে কাতার ও সৌদি আরব থেকে ঢাকা বিমানবন্দরের উদ্দেশে যাত্রী নিয়ে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঘন কুয়াশার কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার