ঘন কুয়াশার কারণে আট ঘন্টা বন্ধ থাকার পর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
এর আগে ওই সময় মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে চারটি ফেরি। এছাড়া উভয় পাড়ে আটকে পড়ে কয়েকশ যানবাহন। এতে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা পড়েন দুর্ভোগে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, মধ্যরাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে রাত দেড়টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ পদ্মায় আটকে পড়ে বরকত, জাহাঙ্গীর, এনায়েতপুরী ও রজনীগন্ধা নমে চারটি ফেরি। এছাড়া ছোটবড় মিলে আরও ১২টি ফেরিকে উভয় ঘাটে আটকিয়ে রাখা হয়।
টানা আট ঘন্টা ফেরি বন্ধ হয়ে পড়ায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে আটকে পড়ে কয়েকশ যানবাহন। এর মধ্যে শতাধিক নৈশকোচ, দেড়শ প্রাইভেটকার-মাইক্রোবাস ও চার শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে।
সকাল সাড়ে ৯টায় কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে ওই কর্মকর্তা জানান। তবে পড়া যানবাহন পারাপারে দুপুর হয়ে যাবে বলেও তিনি জানান।
—ইউএনবি

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো