অনলাইন ডেস্ক :
জামার্ন বুন্দেসলিগায় শনিবার রাতে ঘরের মাঠে খেলতে নামে বায়ার্ন মিউনিখ, প্রতিপক্ষ মেইনজ। রবার্ট লেভানদোস্কি, টমাস মুলার, লরিও সানেদের নিয়ে গড়া আক্রমণভাগ নিয়ে কষ্টার্জিত জয় পেয়েছে বায়ার্ন। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বায়ার্ন মিউনিখই। ম্যাচের ৬৫ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে বাভারিয়ান শিবির। আক্রমণ কিংবা বল দখলের লড়াই সবকিছুতে এগিয়ে থাকলেও শুরুতে গোলের দেখা পেয়ে যায় মেইনজ। ম্যাচের ২২তম মিনিটে করিম ওনিশিউ গোল করে সফরকারী দলকে এগিয়ে দেন। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বায়ার্ন। ফলও আসে হাতেনাতে। ম্যাচের ৫৩তম মিনিটে তোলিসোর পাস থেকে বায়ার্নকে সমতায় ফেরান কিংসলে কোম্যান। ৭৪তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। এবার মেইনজের জাল খুঁজে নেন জামাল মুসিয়ালা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষস্থান মজবুত করেছে বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড। ২১ পয়েন্ট নিয়ে আটে আছে মেইনজ।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম