November 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 31st, 2025, 11:08 pm

ঘরের মাঠে হোয়াইটওয়াশে লিটনের ক্যাচ মিসের আক্ষেপ, দায় দিলেন শিশিরকেও

 

ঘরের মাঠে সিরিজ বাঁচানোর লড়াইও টিকলো না বাংলাদেশ দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হারলো লিটন দাসের দল। এর মধ্য দিয়ে ৩ ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা।

শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। কিন্তু ব্যর্থ হয় ব্যাটিং লাইনআপ। একমাত্র ওপেনার তানজিদ হাসান তামিম একাই লড়াই চালিয়ে যান।

মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তানজিদ তামিম। ৬২ বলে তার ৮৯ রানের ইনিংসেই ২০ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড হ্যাটট্রিকসহ নেন ৩টি উইকেট।

১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবীয়ানদের। দলীয় ৫২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে রস্টন চেজ ও আকিম অগাস্ট মিলে গড়েন ৯১ রানের জুটি। দুজনই ফিফটি তুলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান।

শেষ পর্যন্ত ১৯ বল হাতে রেখে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। চেজ ২৯ বলে ৫০ ও অগাস্ট ২৫ বলে ৫০ রান করেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন সর্বোচ্চ ৩ উইকেট।

ম্যাচ শেষে হতাশ লিটন দাস বলেন, “আমরা যখন ব্যাট করেছি তখন উইকেট কঠিন ছিল। পরে শিশির পড়ায় ওরা সুবিধা পেয়েছে। তবে মূল পার্থক্য তৈরি হয়েছে ফিল্ডিংয়ে—গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিসের জন্যই ম্যাচ আমাদের হাতছাড়া হয়েছে।”

তানজিদ তামিমের প্রশংসা করে লিটন আরও যোগ করেন, “তামিম দুর্দান্ত ব্যাট করেছে। আমার মনে হয়েছিল ১৫১ একটা ভালো স্কোর ছিল।”

এই হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠেই হোয়াইটওয়াশের লজ্জা পেলো বাংলাদেশ।

এনএনবাংলা/