মতিউর রহমান, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:
সৎ নেতৃত্বের বার্তা জনগণের কাছে ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস।
শনিবার সকালে বাঘারপাড়ায় একটি মিলনায়তনে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনের নির্বাচনী আসন কমিটির দায়িত্বশীল সমাবেশে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “জনগণের কাছে জামায়াতে ইসলামীর সৎ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরতে হবে। আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রসুলকে বিজয়ী করতে ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাতে হবে।”
যশোর-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে এবং অধ্যক্ষ আ. আলিমের সঞ্চালনায় সমাবেশ আরো উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আমির সরদার শরিফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, বাঘারপাড়া উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আ. জব্বারসহ দুই উপজেলার সকল কর্মপরিষদ সদস্য এবং ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
আরও পড়ুন
শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে প্রকল্প থাকলেও দেখা মিলেনি কালভার্টের
প্রতারক টিপুর ফাঁদে নিঃস্ব নওয়াপাড়ার অর্ধশতাধিক ব্যবসায়ী
পীরগঞ্জে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি তাকিয়া জাহান