অনলাইন ডেস্ক :
তরুণ কণ্ঠশিল্পী ঈর্ষা পাপড়ি ‘ঘাস ফড়িংয়ের বিকেল’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। কাজী বিভাসের কথায় সুর করেছেন নাজির মাহামুদ, সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। গায়িকার ভাষ্য, ‘আধুনিক এবং ফোক দুই ট্র্যাকেই গান করতে চাই। দুটোতেই আমার ভালোলাগা আছে। আধুনিক গান করতে অনেক ভালোবাসি, আর ফোক গানটাও পছন্দ করি।’ ঈর্ষা পাপড়ি আরও বলেন, ‘পৃথিবীর সব গানেই কোনও না কোনও ম্যাসেজ থাকে। আমার গানেও তেমনটাই রাখার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমার পরবর্তী গান আসছে পথশিশু, যৌনকর্মী এবং বৃদ্ধ ভিক্ষুক নিয়ে। গানগুলোর মাধ্যমে সমাজের বাস্তবচিত্র উঠে আসবে।’ ‘ঘাস ফড়িংয়ের বিকেল’ প্রকাশ পাবে শিল্পীর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
আরও পড়ুন
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’