August 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 31st, 2025, 8:24 pm

ঘুম চোখে ড্রাইভিং নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আহত ১১

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের অধিকাংশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে  উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর এয়ারপোর্ট মোড়ে নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে রহমতপুর এয়ারপোর্ট মোড়ে এলাকায় ঢাকা-মেট্রো-ব (১২-১৩৮৫) সিরিয়ালের আন্তরা পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় প্রায় ১১ জন যাত্রী আহত হন। আহত যাত্রীরা জানায়, ঢাকা  থেকে বরিশালে ফিরছিল যাত্রীরা। পথিমধ্যে চালক ঘুম ঘুম চোখে বাসটি চালাচ্ছিল। পথে বাসটি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের এয়ারপোর্ট মোড়ে এলাকায় পৌঁছালে হঠাৎ মহাসড়কের পাশের একটি খাদে পরে যায়। এতে প্রায় ১১ জন যাত্রী আহত হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ জাকির সিকদার বলেন, বেপরোয়া গতিতে চালানোর কারণেই বাস দুর্ঘটনা ঘটেছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরতর আহত কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খাদ থেকে বাসটি উদ্ধার করা হয়েছে।

 

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি