October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 21st, 2025, 2:58 pm

ঘুষ নেওয়াকে কেন্দ্র করে সাভার পৌরসভায় দুই কর কর্মকর্তার হাতাহাতি

ঢাকার সাভার পৌরসভায় অফিসকক্ষে দুই কর কর্মকর্তা প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়েছেন। হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তনের জন্য এক সেবা গ্রহিতার নিকট থেকে নেয়া ৫ হাজার টাকা নিয়ে মারামারিতে জড়িয়েছেন সহকারী কর আদায়কারী কর্মকর্তা নজরুল ইসলাম ও কর নির্ধারণ কর্মকর্তা মো: নাজমুল হাসান।

মঙ্গলবার(২০ আগষ্ট) দুপুর দেড়টার দিকে কর নির্ধারণ কর্মকর্তা নাজমুল হাসানের কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, কর নির্ধারণ কর্মকর্তা নাজমুল হাসান নিজের চেয়ারে বসে আছেন। সেখানে কয়েকজন ব্যাক্তি উপস্থিত দাড়িয়ে রয়েছেন। এমন সময় সহকারী কর আদায়কারী কর্মকর্তা নজরুল ইসলাম উপস্থিত হন। সহসাই দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সহকারী কর আদায়কারী কর্মকর্তা নজরুল ইসলাম কর নির্ধারণ কর্মকর্তার দিকে তেড়ে যান। তাকে থামানোর চেষ্টা করেন উপস্থিত ব্যাক্তিরা। উপস্থিতিদের ঠেলে নজরুল ইসলাম কর নির্ধারণ কর্মকর্তা নাজমুল হাসানকে আক্রমণ করতে গলে দুই কর্মকর্তাই একজন আরেকজনকে কিল ঘুষি মারতে শুরু করেন। একপর্যায়ে উপস্থিত লোকজন দুজনকেই শান্ত করেন।

 

ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে সেবা গ্রহীতা ও পৌর কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বিভিন্ন গুঞ্জন চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, করের অতিরিক্ত টাকা ভাগাভাগি নিয়ে দুই কর্মকর্তা মারামারিতে জড়িয়ে পড়েছেন। অফিস কক্ষে এধরনের আচরণ করা উচিত হয়নি।

জানতে চাইলে কর নির্ধারণ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, নজরুল ইসলাম আমার জুনিয়র। হোল্ডিংয় ট্যাক্স ও নামজারী ফি বাবদ এক লোক নজরুল ইসলামকে ৫ হাজার টাকা দিয়েছেন।ঐ লোক নজরুল ভাইয়ের পরিচিত। আমি নজরুল ভাইকে ডেকে বলি নামজারি ফি ১১৫০ টাকার রশিদ আছে কিন্তু হোল্ডিং ট্যাক্সের রশিদ দেননি কিন্তু সাক্ষর করেছেন। এই কথা বলা মাত্রই তিনি উত্তেজিত হয়ে আক্রমণ করেন।

এদিকে বক্তব্য জানতে সহকারী কর আদায়কারী কর্মকর্তা নজরুল ইসলামের মুঠোফোনে কল করায় তার ছেলে জানান বাবা বাইরে আছে, আমি কিছুই জানি না। তিনি ঘটনার পর পৌর ভবন থেকে আত্মগোপনে গেছেন।

যোগাযোগ করা হলে সাভার পৌর নির্বাহী কর্মকর্তা সায়েদুল ইসলাম দ্যা নিউ নেশনকে বলেন, দুই কর্মকর্তার মাঝে একটু কথা কাটাকাটি হয়েছে এটা শুনেছি। মারামারি হয়নি। তবে কোন বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছে জানতে পারিনি। বিস্তারিত জেনে জানাতে পারবো।

এস এম মনিরুল ইসলাম,সাভার