অনলাইন ডেস্ক :
ঘূর্ণিঝড় আইডার প্রভাবে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সিসহ ছয় অঙ্গরাজ্যে মারা গেছে অন্তত ৪৬ জন।
হারিকেন, ব্যাপক বন্যা এবং দাবানল বেড়ে যাওয়া-সবই জলবায়ু সংকটের আলামত বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জলবায়ু সংকট মোকাবিলায় ঐতিহাসিক বিনিয়োগ প্রয়োজন বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নিউজার্সিতে ২৩ জনে মৃত্যুর খবর জানিয়েছে। শহরের গভর্ণর ফিল মারফি জানিয়েছেন, বন্যার পানিতে গাড়িতে আটকে বেশিরভাগ মৃত্যুই হয়েছে। বাড়িতে পানি ঢুকেও অনেকে মারা গেছেন। নিউ ইয়র্ক সিটিতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের বেশিরভাগই মারা গেছে কুইন্সে।
নিউ ইয়র্ক ও নিউ জার্সি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্যার কারণে নিউ ইয়র্ক শহরের প্রায় সব সাবওয়ে লাইন বন্ধ করে দেয়া হয়েছে। জরুরি নয়, এমন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। স্থগিত হয়েছে অসংখ্য বিমান ও ট্রেনের যাত্রাও।

আরও পড়ুন
যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশ–পাকিস্তান আলোচনা, নজর রাখছে ভারত
ক্যারিবীয় সাগরে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর