September 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 5th, 2025, 2:42 pm

চকিয়া বিলে পাহারাদারের ওপর মাছ চোরদের হামলা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় হাকালুকি হাওরের চকিয়া বিল গ্রুপ জলমহালে মাছ চুরিতে বাঁধা দেয়ায় দুইজন পাহারাদার  ও  একজন ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে হাওর  এলাকায় সংঘবদ্ধ জেলেদের বিরুদ্ধে। এ ঘটনায় বাদী হয়ে গত বুধবার ৩ সেপ্টেম্বর রাতে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দেন চকিয়া বিলের বর্তমান ইজারাদার এডভোকেট মো. মাসুক মিয়া।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ১৪৩৩-১৪৩৪ বাংলা সনে হাকালুকি হাওর এলাকায় কুলাউড়া ও জুড়ী উপজেলায় কেবি এহিয়া ওয়াক্ফ এস্টেট সিলেটের মালিকানা ‘চকিয়া বিল গ্রুপ’ (বদ্ধ) জলমহালের ইজারাদার হয়ে দখলদেহী হন রাজনগর উপজেলার বাসিন্দা এডভোকেট মো. মাসুক মিয়া। বর্তমানে জলমহালে মৎস্য প্রজননকালীন সময়। ইজারাদার মাসুক মিয়া গং অনেক টাকা খরচ করে জলমহালে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন। তারা জলমহালের মধ্যখানে দলকাঁঠা লাগিয়ে পাহারাদার নিয়োগ করে জলমহালে মৎস্য সংরক্ষণ করছেন। ইতিমধ্যে উপজেলা প্রশাসন অবৈধভাবে মাছ চুরির অভিযোগে কয়েক দফায় অভিযান চালিয়ে কয়েক হাজার ফুট নিষিদ্ধ জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়েছেন।

হাওর এলাকার কুলাউড়ার সাদিপুর গ্রামের বাসিন্দা সংঘবদ্ধ জেলে চক্রের সদস্য মোস্তাক মিয়া (৩৫), সাজ্জাদ মিয়া (৪০), নুরুল ইসলাম (৪৮), খছরু মিয়া (২২), কাইয়ুম উদ্দিন (৩৫), ফাহিম মিয়া (১৯) সহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জন লোকজন বিভিন্ন সময়ে নিষিদ্ধ কারেন্ট জাল, বড় মাছ শিকারের ফান্দা জাল সহ বিভিন্ন ধরণের অবৈধ জাল দিয়ে জলমহাল থেকে অবাধে বিভিন্ন প্রজাতির মাছ চুরি করে