January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 15th, 2021, 7:39 pm

চটেছেন শ্রীলেখা মিত্র

অনলাইন ডেস্ক :

রাস্তার একটি বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ শ্রীলেখা মিত্র। এদিকে অভিনেত্রীর ঠোঁটের আদরের চিহৃ নিয়ে মুখ খুললেন সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার লাল শাড়ি, খোলা চুলে শ্রীদেবী সেজেছিলেন তিনি। তার সেই ভিডিও দেখে হুঁশ হারিয়েছিলেন অনুরাগীরা। মন্তব্য বিভাগে উপচে পড়েছে শুভেচ্ছা আর প্রশংসা। এরপর শনিবারেই তার ঠোঁটে জ¦লজ¦ল করছে আদরের চিহ্ন! সামাজিক পাতায় ছবি দিয়ে অভিনেত্রী স্বীকার করেছেন, আদরের ঠ্যালায় অস্থির আমি! এদিকে দুটো প্রশ্ন তাকে ঘিরে ঘুরপাক খাচ্ছে। শ্রীলেখার ঠোঁটের ক্ষত কি শুক্রবার ‘শ্রীদেবী’ সাজার ফলাফল? এ ছাড়া হঠাৎ কী কারণে তিনি এত ক্ষুব্ধ? সব রহস্য অভিনেত্রী ফাঁস করেছেন তার সামাজিক পাতায়। প্রথম ছবিতে লিখেছেন, যা ভাবছ তা নয়! আমার ছানাদের আদরের চিহ্ন।নখ বেড়েছে। আর লোকে ভাবছে… হুঁ হুঁ’! রসিকতার সঙ্গে হেঁয়ালি মিশিয়ে অনুরাগীদের উদ্দেশে কথা ছুড়ে দিয়েছেন এ ভাবেই। শ্রীলেখার বাড়িতে এক পাল সারমেয়ের বাস। অভিনেত্রীর ঠোঁটের ক্ষত যে তাদের নখের আঁচড়ে হয়েছে, সেটাই ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন তিনি। একই সঙ্গে দময়ন্তী সেনকে ডেকেছেন, সারমেয়দের নখ কেটে দিয়ে যাওয়ার জন্য। এরপরেই আরেকটি পোস্টে তিনি জানিয়েছেন তার ক্ষোভের কারণ। একটি বিজ্ঞাপনে দেশি কুকুরের ছবি দেওয়া হয়েছে। সঙ্গে বক্তব্য, ভারতীয় হতে পেরে গর্ব বোধ করুন। দেশি কুকুরকে বাড়িতে পোষ্য করে নিন। অনাথ পথপশুদের আশ্রয়ের জন্যই সম্ভবত এই বিজ্ঞাপন। কিন্তু ‘দেশি’ শব্দটায় ভয়ানক আপত্তি অভিনেত্রীর। এই বিজ্ঞাপন আরও একবার তাকে মনে করিয়ে দিয়েছে পরাধীন ভারতের কথা। যখন ইংরেজরা ভারতীয়দের ঘৃণা আর অবজ্ঞা করে ‘নেটিভ’ বা ‘দেশি’ বলত! তার শ্লেষ, ‘নেটিভ’, এই বলে ইংরেজরা আমাদের গাল দিত। আর আমরা দেশি কুত্তাদের’…।