চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটার দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণের শিকার তিন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ত্রিপুরা সুন্দরী এলাকার গহীন বন থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
উদ্ধার তিন শ্রমিক হলেন- উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজির খিল মাওলানা গ্রামের মৃত সামছুল আলমের ছেলে এজলাস মিয়া (৬০), একই ইউনিয়নের হায়দুরকুল গ্রামের মৃত মো. সোবহানের ছেলে মো. বাচা (৪৫) ও কক্সবাজার জেলার মো. জাফর (২২)।
এর আগে গতকাল রবিবার (১৫ মে) সকাল ৮টার দিকে সরফভাটা ইউনিয়নের বড়খোলা দুর্গম পাহাড়ি এলাকায় জমিতে ধান কাটার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের অপহরণ করে পাহাড়ে নিয়ে যান।
জমির মালিক আকতার হোসেন বলেন, গত বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইলে ফোন করে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।হয়তো তারাই অপহরণ করেছে।
অপহৃত কৃষকদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম জানান, উক্ত দুর্গম পাহাড়ি এলাকা ঘেরাও করে কোন রকম মুক্তিপণ ছাড়াই তিন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫