চট্টগ্রাম মহানগরের স্টেশন রোডে অবস্থিত নূপুর সুপার মার্কেটে আগুন লেগেছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে মার্কেটটির সপ্তম তলার জুতার ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
মার্কেটটির আশেপাশে আরও কয়েকটি মার্কেট রয়েছে। সেখানে বিভিন্ন শাড়ি কাপড়, কসমেটিকস ও জুতাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
আগুন লাগার খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, নন্দনকানন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম কর্মকর্তা ফজলুল কাদের জানান, বিকাল ৩টা ৩৫ মিনিটে রেয়াজুদ্দিন বাজার সংলগ্ন নূপুর মার্কেটের সপ্তম তলায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।
তিনি আরও বলেন, বিস্তারিত পরে জানানো হবে।
—ইউএনবি
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
ড. ইউনূসকে ৫ বছর প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়