January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 25th, 2023, 7:55 pm

চট্টগ্রামের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার আলী হাসান মারুফ (২৩) ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার এনায়েত চৌধুরী (২২)। তারা দু’জনই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর বলেন, রাত ১০ টার দিকে স্থানীয়রা সাগরে লাশ দু’টি ভাসতে দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে কুমিরা ফায়ার সার্ভিস সদস্য গিয়ে লাশ দু’টি উপকূলে নিয়ে আসে।

এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন মারুফ ও এনায়েত।

কুমিরা ফায়ার সার্ভিসের অফিসার ফিরোজ ভূঁইয়া বলেন, ‘সৈকতে নিখোঁজ ২ শিক্ষার্থীর খোঁজে আমরা কিছুক্ষণ সাগরে অভিযান চালিয়ে অফিসে ফিরে যাই। পরে রাত ১০টার দিকে খবর আসে সমুদ্রে দু’টি লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় হস্তান্তর করি।’

নিহত দুই শিক্ষার্থীদের সহপাঠী একরাম হোসেন জানান, সোমবার বিকালে তিন বন্ধু বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে তারা তিনজনই সাঁতার কাটতে সৈকতে নামেন। এ সময় আলী হাসান মারুফ ও এনায়েত চৌধুরী স্রোতের টানে সাগরে ভেসে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধারে কাজ শুরু করে বলেও জানান তিনি।

—-ইউএনবি