চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে হামিদা আক্তার (৫৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।রবিবার (১৯ মে) রাত ৯টায় উপজেলার পুটিবিলা পহরচান্দা আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশে হানিফের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হামিদা ওই এলাকার মৃত নাজির হোসেনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মন্নান বলেন, এশার আযানের পর স্থানীয় দোকানে যাচ্ছিলেন হামিদা। যাওয়ার সময় রাস্তায় হাতির সামনে পড়েন। হাতিটি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, হাতির আক্রমণে নারী মারা যাওয়ার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।
—–ইউএনবি

আরও পড়ুন
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল