চট্টগ্রামের আনোয়ারায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বেসরকারি ব্যাংকের শাখাসহ অন্তত ১০টি দোকান ও হোটেল-রেস্টুরেন্ট পুড়ে গেছে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী কাঁচা বাজার সংলগ্ন আমিন মার্কেটে এ আগুন লাগে।
স্থানীয়রা জানায়,আগুনে আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের স্থানীয় শাখাসহ ও ভোজন বাড়ি নামে একটি রেস্টুরেন্টসহ অন্তত ১৫ টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস আগ্রাবাদ এর উপসহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আনোয়ারার চাতরি বাজারে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের আনোয়ারা ও সিইউএফএলসহ পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, আগুনে একটি ব্যাংকের শাখাসহ কিছু দোকান পাট পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
—ইউএনবি
আরও পড়ুন
জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে: ঢাবি উপাচার্য
ডাকসু নির্বাচনে শাহবাগসহ যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল
ডাকসু নির্বাচন নিয়ে নিরাপত্তাজনিত কোনও শঙ্কা নেই: ডিএমপি কমিশনার