January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 13th, 2023, 8:25 pm

চট্টগ্রামে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসি আহত

চট্টগ্রামের আনোয়ারায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ আহত হয়েছেন।

এ সময় পুলিশ আট রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে।

ইটের আঘাতে ওসির ডান চোখ মারাত্মক জখম হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে চোখের ডাক্তারের কাছে পাঠানো হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে যুবদলের নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

এসময় অবরোধকারীরা সিএনজিসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করে।

পুলিশ জানায়, অবরোধের নামে বিএনপি যুবদল কর্মীরা গাড়ি ভাঙচুর করছে খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ নেতা-কর্মীদের ধাওয়া করলে তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।

এসময় ইটপাটকেলের আঘাতে ওসির ডান চোখে আঘাত লাগে। পরে পুলিশ আত্মরক্ষায় আট রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, শশী কমিউনিটি সেন্টার এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদলের ব্যানারে কিছু লোক রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করে।

তিনি আরও বলেন, এসময় পুলিশের দায়িত্বরত গাড়িতে লাঠি ও ইটপাটকেল দিয়ে হামলা চালায়। এতে আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ আহত হয়েছেন।

তিনি বলেন, আত্মরক্ষার পুলিশ আট রাউন্ড গুলি ছোড়ে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গুরুতর আহত অবস্থায় আনোয়ারা থানার ওসিকে হাসপাতালে নিয়ে আসা হয়। উনার প্রাথমিক চিকিৎসার পর শহরের চক্ষু বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে।

—-ইউএনবি