October 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 16th, 2025, 6:43 pm

চট্টগ্রামে আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী

 

চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) এর একটি কারখানায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লেগেছে ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘আদম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ প্রতিষ্ঠানে। এ ঘটনা ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট কাজ করছে। এছাড়াও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনী।

ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, “আটতলা ভবনের মেডিকেল ইকুইপমেন্ট তৈরির প্রতিষ্ঠানের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা ছয়তলায়ও ছড়িয়ে পড়ে।”

প্রাথমিকভাবে জানা গেছে, নয়তলা ভবনটিতে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কর্মরত রয়েছেন। তবে কারও আটকা পড়ার তথ্য এখনও নিশ্চিত করা যায়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, “ওই কারখানায় কোন শ্রমিক আটকা পড়েছে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।”

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দীন জানান, “সাত তলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন লেগেছে। এই মুহূর্তে ৬টি স্টেশনের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের প্রকৃত কারণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য এখনও পাওয়া যায়নি।”

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, “ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।”

এনএনবাংলা/