December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 27th, 2021, 8:53 pm

চট্টগ্রামে উত্তাল সাগরে তেলবাহী ট্যাঙ্কারডুবি

ফাইল ছবি

জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের অদূরে আনন্দ বাজার এলাকায় উত্তাল সাগরে ডুবে গেছে ‘এমটি সুফলা’ নামে একটি তেলবাহী ট্যাঙ্কারের অর্ধেক ডুবে গেছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত আরেকটি জাহাজের সাহায্যে ট্যাঙ্কারটি নিরাপদ স্থানে সরানোর কার্যক্রম চলছে। তবে এতে বন্দরে জাহাজ চলাচলে কোনো বিঘœ হচ্ছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক। তিনি বলেন, দুপুরে পতেঙ্গার আনন্দ বাজার এলাকায় বড় জাহাজে তেল সরবরাহকারী একটি ছোট ট্যাঙ্কারের অর্ধেক ডুবে গেছে। জাহাজ মালিকরাই ট্যাঙ্কারটি নিরাপদ স্থানে সরানোর কার্যক্রম পরিচালনা করছেন। তবে এতে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। এদিকে মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১টায় আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ুর তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ভারি বর্ষণের সতর্কবাণীতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কবাণীতে জানানো হয়।