চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার ইছানগরে এস আলম শিল্প গ্রুপের এস আলম রিফাইন্ড সুগার মিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
সোমবার (৪ মার্চ) বিকালে ৪টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরের সুগার কারখানায় এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী মর্ডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এখনো জানা যায়নি।
তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লোকজন এখনো কাজ করছেন। এতে কোনো প্রাণহানি না হলেও কয়েকজন আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২