চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক কনসার্টে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগানকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে মো. শরীফ (২৩) নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে আটটার দিকে।
২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়—একদল ব্যক্তি কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুরের চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভেতরে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি ছোড়েন। পরে খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হলের সামনে জড়ো হন।
জানা গেছে, মোটরসাইকেল প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠান ওই কনসার্টের আয়োজন করেছিল। ব্যান্ডদল আর্টসেল এতে সংগীত পরিবেশন করছিল। কনসার্টটি ছিল উন্মুক্ত, অর্থাৎ সবার জন্য প্রবেশাধিকার ছিল। কনসার্ট শুরুর পরই একদল দর্শক ‘শেখ হাসিনা’ স্লোগান দিতে শুরু করে, যা অনেকেই মোবাইলে ধারণ করেন। এর পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কনসার্ট পণ্ড হয়ে যায়। একপর্যায়ে কনভেনশন সেন্টারে ভাঙচুর শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কনসার্ট চলাকালে ছাত্রলীগের একদল কর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাত্রদলের কর্মীরা এর প্রতিবাদ করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এতে ছাত্রদলের দুজন সদস্য গুলিবিদ্ধ হন বলে অভিযোগ রয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, গুলিবিদ্ধ ব্যক্তি ও তার সঙ্গে থাকা লোকজন সঠিক তথ্য দিচ্ছেন না, ফলে প্রকৃত ঘটনা নিশ্চিত করা যায়নি।
গুলিবিদ্ধদের দেখতে হাসপাতালে যান চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম। তিনি বলেন, কনসার্ট চলাকালে আওয়ামী লীগপন্থী স্লোগান দেওয়ায় ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান জানান, মোটরসাইকেল কোম্পানির প্রদর্শনীর অনুমতি থাকলেও কনসার্টের অনুমতি দেওয়া হয়নি। স্লোগানকে কেন্দ্র করে গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজনকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কনসার্ট আয়োজনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের থানায় ডেকে পাঠানো হয়েছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
আগামী নির্বাচনে আইনের শাসনের দৃষ্টান্ত দেখাতে চায় নির্বাচন কমিশন: সিইসি
উপদেষ্টাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল
চীনের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প