চট্টগ্রাম মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় কাভার্ডভ্যান চাপায় কামরুল আলম (৩৮) নামে বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
কামরুল উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের বিএনপির আহ্বায়ক এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোল মোগরা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা এশিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় কার্ভাডভ্যান ও বাস মহাসড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। এসময় কাভার্ডভ্যানের চাপায় সামনে থাকা বিএনপি নেতা কামরুল মারা যান।
কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর চালকরা পালিয়ে গেছে। লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। বাসের যাত্রীরা তেমন আহত হয়নি।’
—–ইউএনবি
আরও পড়ুন
আমরা সব নির্যাতনের জবাব ৩১ দফা সফল করার মাধ্যমে দেব: তারেক রহমান
বিজয় শুধু গৌরব দেয় না, দায়িত্বও দেয়: নজরুল
ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত: রিজভী