January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 28th, 2024, 1:17 pm

চট্টগ্রামে কিশোর গ্যাং নেতা খুন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রাজু হোসেন রাসেল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একটি কিশোর গ্যাংয়ের নেতা বলে জানা গেছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকাল পৌনে ৫টার দিকে পৌর সদরের সুচক্রদণ্ডী পল্লী মঙ্গল মন্দিরের পাশের বিলে এই ঘটনা ঘটে।

রাজু পটিয়া পৌর সদরের ২নং ওয়ার্ড সুচক্রদণ্ডী গ্রামের মৃত জাফর আহমদের ছেলে।

নিহতের বোন আজমা আক্তার লিজা বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাং নেতা জুয়েল চৌধুরী প্রকাশ জুলু, সাকিব, আরমানসহ আরও কয়েকজন আমার ভাইকে হত্যা করেছে। এ হত্যার বিচার চাই।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘জুয়েল চৌধুরী জুলুর বিরুদ্ধে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে। আর নিহত রাজুও এর আগে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। সেই থেকে তাকে গুলি রাজু বলেই সবাই চেনে।’

স্থানীয়রা জানান, কিশোর গ্যাং নেতা জুয়েল চৌধুরী জুলু ও তার সঙ্গীদের দাপটে এলাকার লোকজন সারাক্ষণ তটস্থ থাকেন। এলাকায় বাড়িঘরে চুরি, ছিনতাই ও চাঁদাবাজি ও মারামারির কারণে তাদের বিরুদ্ধে মানুষ মুখ খুলতেও ভয় পায়।

স্থানীয় কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক সেন বলেন, এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতের বিষয়ে আমি স্থানীয় প্রশাসনকে একাধিকবার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।

এ বিষয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সব আলামত সংগ্রহ করেছি। যারা এ ঘটনায় জড়িত প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

—–ইউএনবি