January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 12th, 2024, 7:51 pm

চট্টগ্রামে খামারে আগুন লেগে ১১ গরুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বৈলতলী বুড়ির দোকান এলাকায় একটি খামারে আগুন লেগে ১১টি গরু মারা গেছে।

মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১১টায় আবদুল গফুর নামে এক খামারির গরুর খামারে আগুন লাগে।

ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল গফুরের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে খামারে আগুন দেওয়া হয়েছে।

তবে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে এ ঘটনা ঘটতে পারে। খামারের দরজা বন্ধ ও গরুগুলো বাঁধা থাকায় খামারের ভেতরেই গরুগুলো ছটফট করতে করতে মারা যায়।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জুনায়েদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা এ আগুন বেশিক্ষণ স্থায়ী না হলেও ধোঁয়ার কারণে সব গরু মারা গেছে। পুড়ে যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

—–ইউএনবি