চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চাক্তাই খালে লাফিয়ে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে জোয়ারের সময় খাতুনগঞ্জের সোনামিয়ার বিল্ডিং থেকে লাফ দিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তারা। পরে সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
নিহতরা হলেন-বাকলিয়ার মহাজন পাড়ার বাসিন্দা মামুন (১৮) ও একই এলাকার হৃদয় (১৩)।
ফায়ার সার্ভিস জানায়, একজনের গলায় রড ঢুকে এবং আরেক জনের খালের পানির নিচে থাকা প্লাস্টিকে আবর্জনায় পা আটকে গেলে ডুবে মারা যান।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, খাতুনগঞ্জের লোহার ব্রিজ এলাকায় জোয়ারের পানিতে লাফ দিয়ে মামুন ও হৃদয় নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দু’জনের লাশ উদ্ধার করে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও
কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি
মুরাদনগরে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ইউপির চেয়ারম্যানসহ আটক-১০