চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন কাট্টলী এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডেরর ঘটনায় একই পরিবারের ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ‘মরিয়ম ভিলা’ নামে বাড়িটিতে গ্যাসের লাইন লিকেজ হয়ে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- শাহজাহান শেখ (২৫), সাজেদা বেগম (৪৯), দিলরুবা বেগম (১৮), মাহিয়া আকতার (৯), জীবন শেখ (১৪) ও স্বাধীন শেখ (১৭)।
নগরীর আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রাতে কাট্টলীর একটি ভবনের আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে একটি গাড়ি পাঠানো হয়। কিন্তু ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়ভাবে আগুন নেভানো হয়।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, উত্তর কাট্টলী এলাকার ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে গতকাল রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে ছয়জন দগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধ ছয়জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সর্বোচ্চ ৮০ ভাগ ও সর্বনিম্ন ৪০ ভাগ পর্যন্ত পোড়া রয়েছে।
ওসি জানান, ফ্ল্যাটের একটি কক্ষ বন্ধ ছিল। সেখানে রাতে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারতে গেলে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরে যায়। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন।
–ইউএনবি
আরও পড়ুন
অকালে ঝরে গেল ফুটফুটে ফুলটি
কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বিরোধী আন্দোলনের শহিদদের স্মরণে রংপুরে দৃঢ় প্রতিজ্ঞ মানববন্ধন
জয়পুরহাটে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলেন ছাত্রদল নেতা