চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে একটি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণে আটজন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে থানার বলিরহাট মকবুল হাজীর বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে। তবে কেউ গুরুতর নয় বলে জানায় ফায়ার সার্ভিস।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন জানান, ভবনের গ্যাস লাইনের লিকেজের ফলে বের হওয়া গ্যাস সেপটিক ট্যাংকে জমে বিস্ফোরণ হয়েছে। এতে ওই সেমিপাকা ঘর ও পাশের একটি ভবনের দেয়াল ধসে পড়ে। আহত হন আটজন কারও অবস্থা গুরুতর নয়। উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে।
আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও