চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অবস্থিত চায়না পেট্রোলিয়াম পাইপলাইন (সিপিপি) ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কর্মরত এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে তিনি মারা যান।
মৃত থিয়াং ইউ (৪০) বাদামতলি আপেল টাওয়ারের বাসিন্দা। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
পাচঁলাইশ থানা পুলিশের ওসি তদন্ত সাদিকুর রহমান বলেন, শুক্রবার রাতে কর্ণফুলী উপজেলার ভাড়া বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। পরে সহকর্মীরা অসুস্থ থিয়াং ইউকে রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
—ইউএনবি

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার