চট্টগ্রাম মহানগরীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন ইটালিয়ান নাগরিক ও আন্তর্জাতিক ফটোগ্রাফার ক্রিস্টিনা জেম্মা। সম্প্রতি আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে তাঁর তোলা ছবির প্রদর্শনী সম্পন্ন হয়।
মঙ্গলবার (২ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে কোতোয়ালি থানার এস এস খালেদ রোড কর্ণফুলী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, এক বিদেশিনীসহ ৩ জন পায়ে হেঁটে যাওয়ার সময় সিএনজিতে আসা ছিনতাইকারীরা ওই বিদেশি নারীর গা ঘেঁষে সিএনজির গতি কমিয়ে তার কাঁধের ব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়।
ইটালিয়ান নাগরিক ক্রিস্টিনা জেম্মা জানান, তিনি এবং তার দুই বন্ধু শিল্পকলা একাডেমি থেকে জামালখান যাচ্ছিলেন। পথে এটিএম বুথ থেকে ত্রিশ হাজার টাকা উত্তোলন করেছেন। ব্যাগে সেই ত্রিশ হাজার টাকা, মোবাইল এবং দামি ক্যামেরা ছিল।
ছিনতাইয়ের পরপরই কয়েকজন সাংবাদিক কোতোয়ালি থানায় ফোন করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক বলেন, আমাদের একাধিক টিম কাজ করছে। আশা করি দ্রুত একটা রেজাল্ট আমরা পাব।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা