চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী এলাকার একটি গার্মেন্টেসের ঝুট গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আতুরার ডিপো চিটাগং পার্কের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়র সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে কপিল উদ্দিন জানান, নগরী আতুরার ডিপো এলাকার চিটাগং পার্কের সামনে একটি ঝুট গুদামে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
—ইউএনবি
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন