January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 21st, 2022, 7:49 pm

চট্টগ্রামে টিসিবির পণ্য জব্দ, আটক ৪

চট্টগ্রামে পাচারকালে ট্রাকসহ বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ এবং চারজনকে আটক করেছে প্রশাসন। মঙ্গলবার রাত ১টার দিকে জেলার বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় সহকারী কমিশনার খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযান চালায়।

এর আগে স্থানীয় সাংবাদিক ও বাসিন্দারা পাচারের বিষয়টি জানতে পেরে ট্রাকসহ পণ্যগুলো আটক করে, পরে প্রশাসনকে খবর দেয়।

জব্দকৃত টিসিবির পণ্যের মধ্যে রয়েছে ৬৪০ লিটার সয়াবিন তেল, ৩২০ কেজি চিনি ও ৬৫০ কেজি ডাল।

জানা গেছে, এসব পণ্য বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের টিসিবির ডিলার প্রতিষ্ঠান মেসার্স আমান এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আমান উল্লাহ চৌধুরীর। এসব পণ্য খোলাবাজারে বিক্রয়ের জন্য ডিলার আমান অ্যান্ড ব্রাদার্সকে দেয়া হয়, কিন্তু তা না করে এসব পণ্য মুদি দোকানে বিক্রি করা হচ্ছিল।

অভিযানকালে ডিলার আমান উল্লাহ চৌধুরীর প্রতিনিধি মো. মারুফুল হক ও রাহাদুল আলম রিয়াদ পালিয়ে গেলেও ট্রাক চালক, হেলপার ও শ্রমিকসহ মোট চারজনকে আটক করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে দেয়া হলেও চুরি করে এসব পণ্য রাতের আঁধারে একটি মুদির দোকানে মজুদ করছিল তারা। খবর পেয়ে গাড়িটি জব্দ করি এবং চালক ও হেলপারকে আটক করি। তাদেরকে বাঁশখালী থানায় পাঠানো হয়েছে।

তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

—ইউএনবি