January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 27th, 2022, 8:58 pm

চট্টগ্রামে ড্রেজারডুবি: ৮ শ্রমিকেরই লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

একে একে উদ্ধার হলো চট্টগ্রামের মিরসরাইয়ের সাগরে ড্রেজারডুবিতে নিহত আট শ্রমিকের লাশ। সর্বশেষ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় বশর হাওলাদারের (৩৫) লাশ উদ্ধারের পর অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়েছে। মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় সর্বশেষ লাশ উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে নিখোঁজ আট শ্রমিকেরই লাশ উদ্ধার হলো। জানা গেছে, মঙ্গলবার রাত ৯টায় প্রথম উদ্ধার করা হয় রহমান ফকিরের ছেলে মো. আল-আমিন ফকিরের লাশ। পরদিন গত বুধবার সকালে একসঙ্গে উদ্ধার হয় আনিচ মোল্লার এক ছেলে ইমাম হোসেন মোল্লা, আবদুল হক মোল্লার ছেলে মাহমুদ মাহমুদ মোল্লা ও সেকান্দার বারীর ছেলে মো. জাহিদ বারীর লাশ। একইদিন রাত ১১টায় নুরু সরদারের ছেলে আলম সরদারের লাশ উদ্ধার হয়। এরপর বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে উদ্ধার হয় আনিচ মোল্লার আরেক ছেলে শাহিন মোল্লা, রহমান খানের ছেলে তারেক মোল্লা ও সবশেষ ইউসুফ আলী হাওলাদারের ছেলে বশর হাওলাদারের লাশ উদ্ধার হয়। চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, ড্রেজারডুবিতে নিখোঁজ আট শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সকাল ১০টায় উদ্ধার অভিযান সমাপ্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লাশগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, রুদ্ধশ্বাস অভিযান শেষে সাগরে ড্রেজার ডুবিতে নিখোঁজ সব শ্রমিকের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঘটনাস্থলে উপস্থিত থেকে অনেক চড়াই-উৎরায়ের পর লাশগুলো উদ্ধার হয়েছে। এরইমধ্যে আগে উদ্ধার হওয়া চারজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি চারজনের লাশও কিছুক্ষণ পর হস্তান্তর করা হবে। এর আগে গত সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ওই আট শ্রমিক নিখোঁজ হন। তাদের সবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামে। এদিকে নিহত আট শ্রমিকের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান খোকন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আগামী দু-একদিনের মধ্যে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের মাধ্যমে পরিবারগুলোর মাঝে অর্থ তুলে দেওয়া হবে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রজেক্ট ম্যানেজার জুয়েল রানা। চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজারডুবিতে নিহত আট শ্রমিকের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান খোকন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আগামী দু-একদিনের মধ্যে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের মাধ্যমে পরিবারগুলোর মাঝে অর্থ তুলে দেওয়া হবে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রজেক্ট ম্যানেজার জুয়েল রানা। মিরসরাই ইউএনও মিনহাজুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও স্থানীয় জনসাধারণের আপ্রাণ চেষ্টায় লাশগুলো উদ্ধার সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় সর্বশেষ লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউএনও আরও বলেন, আমি পটুয়াখালী জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা নিহত শ্রমিকের প্রতি পরিবারকে ২০-২৫ হাজার টাকা অনুদান দিতে পারেন। এ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান খোকন কনস্ট্রাকশন প্রতি পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।